আছিয়া মোতালেব রিজিয়া নাছরিন উচ্চ বিদ্যালয়ে‌ “তারুণ্যের উৎসব” পালিত

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই স্লোগান  কে সামনে রেখে উৎসবমূখর পরিবেশ এবং বর্ণাট্য আয়োজনের মধ্যে দিয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে আছিয়া মোতালেব রিজিয়া নাছরিন উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

সোমবার(২৭ই জানুয়ারি )সকাল দশটার দিকে  উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে অবস্থিত বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব নুরচ্ছাফা কর্তৃক প্রতিষ্ঠিত ছাফা-মোতালেব ট্রাস্টের পরিচালনাধীন প্রতিষ্ঠানটির প্রধান ফটক হতে  র‍্যালি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় এসে শেষ হয় এবং  এরপর প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে আছিয়া মোতালেব রিজিয়া নাছরিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল মাহমুদ এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের  শিক্ষক রাসেল কর’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক এবং সদ্য নিযুক্ত বেসরকারি কারা পরিদর্শক জুবায়ের আহমেদ মানিক।

পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত এর মধ্যে দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠান মুখরিত ছিলো তারুণ্যের বিভিন্ন শ্লোগানে।

এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আরমান জোবাইর,আনোয়ারুল কবির চৌধুরী,খোকন মজুমদার,হোসনে আরা বেগম,শিরিন আক্তার, ফাতেমা বেগম,রাশেদা খানম,মোহাম্মদ জসিম প্রমুক সহ স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধি সহ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী,অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান সূচির মধ্যে ছিলো প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে আমার স্কুল, পরিচ্ছন্ন স্কুল, কৃষি বিপ্লব, প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন, উদ্যোক্তা হওয়ার চেষ্টা,সবুজ বিদ্যালয় ক্যাম্পেইন এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি নিয়ে প্রদর্শনী।

এ সময় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন,
তারুণ্যের শক্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ।প্রতিষ্ঠানটি অত্র উপজেলায় ইতিপূর্বে অতি সুনামের সঙ্গে তাদের মান অক্ষুণ রেখে যাচ্ছে।তারুণ্যের উৎসব’ অত্যন্ত চমৎকার একটি উপলক্ষ্য হয়ে এসেছে, যার মাধ্যমে নানান বয়সী শিক্ষার্থীরা বিভিন্নভাবে আগামী দিনের একেকজন বিবেকবান, দেশপ্রেমিক সুনাগরিক হয়ে ওঠার শিক্ষা লাভ করছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email