টানা ৪১ দিন ৫ ওয়াক্ত নামাজ আদায়কারীদের সাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ

 

চট্টগ্রামের সাতকানিয়ায় টানা ৪১ দিন জামায়াতে ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশুকিশোরদের সাইকেল বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ডিলার পাড়া জামে মসজিদ মাঠে এসব উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিলার পাড়া জামে মসজিদের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ডাক্তার জাফর আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ, প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মাদ সানাউল্লাহ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালেশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মুফতি মুসলিম হায়দার মাদানী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মোস্তফা কামাল খান, ইউনিয়েনর সাবেক চেয়ারম্যান ডাক্তার নুরলহক, অধ্যক্ষ মোজাহারুল কাদের, লোহাগাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ, সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রসুল,সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুল ইসলাম মানিক। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নির্ঝাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী, মহিউদ্দিন মেম্বার , আব্দুল মোনাফ , বজলুর রহমান, ফয়সাল চৌধুরী, খালেদ হোসেন , দিদারুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও টানা ৪১ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায়কারী শিশুকিশোরদের সাইকেল বিতরণী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংবাদিক মোহাম্মদ আলী রাশেদ ও ইন্জিনিয়ার শাহজাহান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার মাণ্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email