চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি মরহুম অধ্যাপক আনোয়ারুল হক কাদেরীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪ জানুয়ারী) বিকাল ৪টায় উপজেলার কেরানীহাট সিটি সেন্টারস্হ দলীয় কার্যালয়ে সাতকানিয়া উপজেলা যুবদলের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে উপজেলা যুবদল নেতা আবুল কাশেম আযাদ এর সঞ্চাচলনায় প্রধান অতিথি হিসেবে স্মৃতি স্মারন করেন সাতকানিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান।
আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সদস্য লায়ন লোকমান হাকিম মানিক, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন,জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ,কারাপরিদর্শক মোজাম্মেল হক, সহ-সভাপতি মোহাম্মদ শফি, বিএনপি নেতা জামাল হোসেন, এড. নুরুল আলম, টিপু মুন্সি, ফরিদুল আলম, যুবদলের রাজিব চৌধুরী, সোলাইমান বাবুল,গফুর সিকদার, সবুর সায়েম,ফোরকান,আব্দুস সাত্তার, মোহাম্মদ রুবেল,নেজাম উদ্দিন বাদশা,নাসির উদ্দিন, নুরুচ্ছফা, আবদুর রহিম, নুরুন্নবী জনি, বাবুল,আবদু রশিদ,মোহাম্মদ শরিফ, ওয়াসিম প্রমুখ।