সৈকতে ফিরল স্বস্তি: জেলা প্রশাসনের অ’ভি’যা’ন

কক্সবাজার সমুদ্র সৈকতের অনিয়ম, অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতা দূর করতে রোববার (২৬ জানুয়ারি) সুগন্ধা পয়েন্টে অভিযান চালায় জেলা প্রশাসন, বীচ ম্যানেজমেন্ট কমিটি ও টুরিষ্ট পুলিশ ।
অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন (পর্যটন সেল), কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী বীচ, সুগন্ধা বীচ ও কলাতলী বীচে অবৈধ ভাবে ভ্রাম্যমান ব্যবসা করতেছে শতাধিক ব্যবসায়ি । বৈধ কার্ডধারী ব্যবসায়ীদের আড়ালে ইচ্ছা মতো গড়ে তুলেছে সিন্ডিকেট । এই সিন্ডিকেটের মাধ্যমে ভ্রাম্যমান পান/সিগারেট, চা/কফি, পানি, ঘোড়া, টিউব ও কিটকট । অনুমতি আছে ১০ টা আর গড়ে তুলেছে ২০ টা এতে গিঞ্জি সৈকতে পরিনত হচ্ছে সৈকত । সকালে অভিযান শুরু করলে সৈকত থেকে অবৈধ ভ্রাম্যমাণ হকার, ঘোড়ার ভাড়াটিয়া ও অন্যান্য বিক্রেতারা পালিয়ে যায়। অনিবন্ধিত ও ঝুঁকিপূর্ণ টিউব ভাড়ার অভিযোগে কয়েকটি টিউব ধ্বংস করা হয়। অভিযানের ফলে সৈকতের সৌন্দর্য ফিরে আসায় পর্যটকরা স্বস্তি প্রকাশ করেছেন এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, পর্যটকদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অনিয়ম ও প্রতারণার বেশকিছু প্রমাণ পাওয়া গেছে। অভিযানে কিছু মালামালও জব্দ করা হয়েছে।
অভিযান পরবর্তী পর্যটক ও স্থানীয় সুশীল সমাজ আশা প্রকাশ করেন এই ভাবে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চলমান থাকলে সৈকত পরিচ্ছন্ন ও পরিপাটি থাকবে এবং সৈকতের সৌন্দর্য বৃদ্ধি পাবে, এতে করে পর্যটকদের কাছে কক্সবাজারের গ্রহণ যোগ্যতা আরো বৃদ্ধি পাবে ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email