টেকনাফে ৫টি মেছো বাঘের শা’ব’ক উ’দ্ধা’র

 

টেকনাফে উপজেলার সাবরাং ইউপির ৪নং ওয়ার্ড মগপাড়া গ্রাম হতে ৫টি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। এ সময় বাঘগুলো একনজর দেখতে স্থানীয় উৎসুক জনতা ভীর করে।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে মগপাড়া গ্রামের নজির মেম্বারের বসত বাড়ি হতে ৫’টি মেছো বাঘের শাবক দেখতে পেয়ে বাড়ির মালিক বন কর্মী (উপকূলীয় বন বিভাগ) কে ঘটনাটি জানায়।

বনকর্মীরা উক্ত ঘটনার বিষয়টি নিশ্চিত হয়ে উর্ধতন কর্মকর্তাদেরকে অবগত করলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের শাবক গুলো উদ্ধার করে টেকনাফ উপকূলীয় রেঞ্জ অফিসে নিয়ে আসেন।

এ বিষয়ে টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ বলেন, বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়েছেন। মেছো বাঘের ৫টি শাবক
উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email