মিয়ানমারে পা’চা’রকালে টেকনাফে বিপুল পরিমাণ দ্রব্যসামগ্রী জ’ব্দ

কক্সবাজারের টেকনাফ নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনায় মিয়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী জব্দ করেছে কোস্ট গার্ড

শনিবার (২৫ জানুয়ারি) কোস্ট গার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লেঃ শাকিব মেহবুব সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রাম হতে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটযোগে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা হয়ে মিয়ানমারে চোরাচালান করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন শাহপরী কর্তৃক টেকনাফের শাহপরী দ্বীপ পশ্চিম পারা বেরিবাধ সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় বিশেষ অভিযান চালায়, এসময় বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড অভিযানিক দল থামার সংকেত দিলে পাচারকারীরা শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় বোটসহ সকল মালামাল রেখে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বোটটি তল্লাশি করে ৩০ বস্তা আলু, ৩৫ বস্তা পিয়াজ, ১৪ বস্তা রসুন, ৩০ বস্তা প্যারেক (লোহা), ১৫ কার্টুন টিনের প্যারেক, ৭৭ পিস টিন ও ৩৪ কেজি চা পাতা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত মালামাল ও বোটটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয়ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email