জামালপুরে সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩জানুয়ারি) সকালে শহরের একটি রেস্টুরেন্টে কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে জামালপুর সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়।
এসময়,সিনিয়র মনিটরিং অফিসার ড. নাসরিন সুলতানার সভাপতিত্বে কৃষি বিপণন অধিদপ্তরের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. মুহাম্মদ আব্দুল্লাহ আল-ফারুক, কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উপ পরিচালক জাকিয়া সুলতানা, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক, কৃষি উদ্যোক্তা সুমন মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করলেও তার ন্যায্য মূল্য পায় না। কৃষককে তার উৎপাদিত ফসল প্রক্রিয়াজাত করে বিক্রির করার লক্ষ্যে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে সরকার। এতে করে একদিকে কৃষক লাভবান হবে, উদ্যোক্তা তৈরি হবে অপরদিকে ভোক্তারা স্বল্প মূল্যে কৃষি পণ্য ক্রয় করতে পারবে। কর্মশালায় অর্ধশতাধিক কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।