জামালপুরে তারুণ্যে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জামালপুরে তারুণ্যের উৎসব-উদ্‌যাপন উপলক্ষ্যে ‘তারুণ্যে শীর্ষক কর্মশালা মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায়  জামালপুর জেলা পরিষদ মিলানায়তনে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’-শীর্ষক কর্মশালা (মুক্ত আলোচনা সভা) অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাছিনা বেগম, জামালপুর; বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা,জামালপুর,প্রফেসর মোঃ হারুন অর রশিদ (অধ্যক্ষ),সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর।

কর্মশালা আলোচনা সভায় সভাপতি হিসেবে সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ জামালপুর।

আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের স্বপ্নে বুনা বৈষম্যহীন এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার এক নতুন বাংলাদেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন এবং সাংস্কৃতিক মেলবন্ধনে ঐক্যবদ্ধ এক জাতি।সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের জাতীয় ঐক্যের মেরুদণ্ড। এটি আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করে এবং একটি শক্তিশালী জাতি হিসেবে আমাদের বিশ্বের সামনে তুলে ধরে। তাই আমাদের সকলের উচিত এই সম্প্রীতির মন্ত্রকে হৃদয়ে ধারণ করে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করা।

আলোচনায় শিক্ষার্থীরা সমসাময়িক বিরাজমান পরিস্থিতি, বিভিন্ন সমস্যা ও আগামীর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করে।
এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,  বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email