জামালপুরে জিলা স্কুলে নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

জামালপুরে জিলা স্কুল জামালপুর নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার (২১ জানুয়ারী)সকালে জামালপুর জিলা স্কুল বিদ্যালয় প্রাঙ্গণে মাঠে,জিলা স্কুল জামালপুর নবীন বরণ ও আলোচনা সভা – ২০২৫,তৃতীয় শ্রেণীর ও ষষ্ঠ শ্রেণির ছাত্রদের ফুল দিয়ে নবীন বরণ করে নেন প্রধান অতিথি,অতিরিক্ত জেলা প্রশাসক,শিক্ষা ও আইসিটি,আফসানা তাসলিম,প্রধান শিক্ষক জামালপুর জেলা স্কুল,হালিমা খাতুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক,শিক্ষা ও আইসিটি,আফসানা তাসলিম,সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জামালপুর জেলা স্কুল,হালিমা খাতুন,উপস্থাপনা করেন,সিনিয়র শিক্ষক জামালপুর জেলা স্কুল,জিল্লুর রহমান,বিশেষ অতিথি,শিক্ষক জামালপুর জেলা স্কুল,এম বি আবুল জলিল আহাম্মেদ,শিক্ষক জামালপুর জেলা স্কুল মাসুদ আলম,শিক্ষক জামালপুর জেলা স্কুল,নূরুল ইসলাম,শিক্ষক জামালপুর জেলা স্কুল,আলফাজ উদ্দীন, শিক্ষক জামালপুর জেলা স্কুল,আবুল কালাম আজাদ,শিক্ষক জামালপুর জেলা স্কুল,হানিফ উদ্দিন,শিক্ষক জামালপুর জেলা স্কুল,ইমামুর রশিদ আহাদ,এই সময় উপস্থিত ছিলেন শিক্ষক ও ছাত্র অতিথিরা,প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email