বিলের টাকা আত্মসা’ৎ করে হাজতে ওয়াসার দুই কর্মচারী

চট্টগ্রাম ওয়াসার আইসিটি বিভাগের দুইজন কম্পিউটার অপারেটরকে গ্রাহকের বিলের টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের হাতে তুলে দিয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে নগরের চকবাজার থানা পুলিশের হাতে তাদের হস্তান্তর করা হয়।আটকৃতরা হলেন  আজমির হোসেন ও মিঠুন ঘোষ। এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা কাজী নূর জাহান শীলা গণমাধ্যমকে  বলেন, ‘ঠিক অফিস ছুটির সময় গ্রাহকের বিলের টাকা আত্মসাৎ করায় দুইজন আইসিটি বিভাগের কম্পিউটার অপারেটরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আর্থিক লেনদেনে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তবে অফিস ছুটির পর বিষয়টি আর বিস্তারিত জানতে না পারায় এরবেশি কিছু জানাতে পারছি না।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, ‘ওয়াসা কর্তৃপক্ষ তাদের দুই স্থায়ী কর্মচারীকে  আমাদের থানায় এনে সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে আর্থিক লেনদেনে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে। কয়েকজন গ্রাহকের বিলের টাকা তারা আত্মসাৎ করেছেন বলে আমরা শুনেছি। তবে ওয়াসা কর্তৃপক্ষ এখনও লিখিত কোনো অভিযোগ দেয়নি। মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email