খাগড়াছড়িতে ১৬ টি ইটভাটাতে অভিযান , ১৩ লক্ষ ৫০ টাকা জ’রি’মানা।

 

 

খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে অন্তত ১৬টি ইটভাটা বন্ধ করেছে প্রশাসন। পাশাপাশি এগুলোকে প্রায় ১৩ লক্ষ ৫০ টাকা জরিমানা করা হয়।

সোমবার(২০ জানুয়ারি) সকালে সদর উপজেলা, দীঘিনালা, মাটিরাঙা ও রামগড়ে এ অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অভিযানের নেতৃত্ব দেন।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, ইটভাটা পরিচালনার জন্য অনুমোদন না থাকায় জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক উপজেলার দুইটি ইটভাটা বন্ধ করা হয়েছে। কর্ণফুলী ব্রিক্স ১ লাখ ও ফোর বি ভাটা’কে ১ লাখ টাকা জরিমানা করা হয।

এ সময় ফায়ার সার্ভিস,বন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে চুল্লির আগুন নিভিয়ে দেয়।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বলেন, জেলা সদরের গঞ্জপাড়া, কমলছড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব এবিসি, এসএন্ডবি, আরপিএস ও জেএন ব্রিকস বন্ধ করা হয়। চার ভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইট ভাটার চুল্লি নেভানো হয়েছে।
পরিবেশবাদী সংগঠনগুলো এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেছে, বায়ুদূষণ রোধে এমন উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে এ ধরনের কার্যক্রম চালানো হলে পরিবেশ দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, অভিযানে খাগড়াছড়ি সদরে ৪টি, দীঘিনালায় দুইটি, রামগড়ে ৫ এবং মাটিরাঙা ৫টি অবৈধ ইটভাটাকে জরিমানা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, এই ইটভাটাগুলো এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছিল। বায়ু দূষণের কারণে আশপাশের বসবাসকারী মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং পরিবেশের সুরক্ষায় এ ধরনের কার্যক্রমের প্রশংসা করেছেন।

 

এ সময় ১৬ টি ভাটাকে প্রায় ১৩ লক্ষ ৫০ লক্ষ টাকা জরিমানা আদায় করার পাশাপাশি অনুমোদন না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুসারে ইটভাটাগুলো বন্ধ ঘোষণা করা হয়। জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়। পরে ফায়ার সার্ভিস পানি দিয়ে ইট ভাটার চুল্লির নিভিয়ে দেয়া হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email