চেঙ্গী নদী থেকে অ’বৈ’ধভাবে বালু উত্তোলন,৫০ হাজার টাকা জ’রি’মানা

খাগড়াছড়ি জেলার চেঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মংসুইথোয়াই চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি মারমা কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর। রবিবার জেলা প্রশাসনের নির্দেশে সদর উপজেলার কালাডেবা এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় মংসুইথোয়াই চৌধুরী দোষী সাব্যস্ত হওয়ায় জরিমানা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে, যা পরবর্তী সময়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। অভিযুক্তকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

জানা গেছে, ৫ আগস্ট থেকে চেঙ্গী নদীর কালাডেবা এলাকায় মংসুইথোয়াই চৌধুরী শ্যালো মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ধরনের অবৈধ কার্যক্রমে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে মংসুইথোয়াই চৌধুরী এই কাজ চালিয়ে আসছিলেন। তবে প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়ে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসন আরও কঠোর হবে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, চেঙ্গী নদী খাগড়াছড়ি জেলার প্রাণ। এই নদীর পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। অবৈধ বালু উত্তোলন শুধু পরিবেশ ধ্বংস করে না, এটি নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে এবং স্থানীয় জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে।

পরিবেশবিদরা মনে করছেন, চেঙ্গী নদী থেকে দীর্ঘদিন ধরে চলমান বালু উত্তোলন এই অঞ্চলের মাটি ও পানি সম্পদে মারাত্মক প্রভাব ফেলছে। এর ফলে নদীর তলদেশ ভেঙে পড়া এবং আশপাশের এলাকার স্থিতিশীলতা নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে অভিযুক্ত মংসুইথোয়াই চৌধুরীর দাবি, তিনি চাষাবাদের জন্য বালু উত্তোলন করছিলেন। তবে তার এ বক্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। তারা জানান, বালু উত্তোলন সম্পূর্ণরূপে ব্যবসায়িক উদ্দেশ্যে করা হচ্ছিল।

অভিযান শেষে স্থানীয় জনগণের প্রতি প্রশাসন আহ্বান জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কাজের তথ্য পেলে সঙ্গে সঙ্গে জানাতে। পাশাপাশি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email