শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন এমদাদুল হক

নরসিংদীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেয়েছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

বুধবার (১৫ জানুয়ারি) নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পুলিশের নভেম্বর ও ডিসেম্বর/২০২৪ মাসে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং কর্মমূল্যায়নে অবদান রাখার কারণে মোহাম্মদ এমদাদুল হককে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত করা হয়েছে। সভায় মোহাম্মদ এমদাদুল হক এর হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ.কে.এম আওলাদ হোসেন। এসময় জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ (ওসি) উপস্থিত ছিলেন।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক প্রতিনিধিকে বলেন, এই অর্জন উর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক দিকনির্দেশনা এবং নরসিংদী মডেল থানার সকল সদস্যের সম্মিলিত পরিশ্রম, সততা ও পেশাদারিত্বের ফসল। তিনি আরও বলেন, থানায় যোগদানের পর বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছি। মাদকবিরোধী সচেতনতা ও মতবিনিময় সভার মাধ্যমে সাধারণ মানুষের সহযোগিতা পেয়েছি, যা এই সফলতার মূল চাবিকাঠি। সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন স্যারের প্রতি। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি মান্যবর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান স্যার এবং জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আমাকে এই সম্মানসূচক ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করায়। এই সম্মান আমার দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ যে ভবিষ্যতেও নরসিংদী মডেল থানার সেবামূলক কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করবো (ইনশাআল্লাহ)। এ অর্জন আমার একার নয়। থানার সকল সহকর্মী, স্থানীয় জনসাধারণ এবং যারা আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন তাদের সকলের আমি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email