চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর সওদাগর পাড়া ও আদর্শ শেখপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত দীর্ঘ ১৫ বছর পর তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকাল থেকে মরিয়ম নগর সওদাগর পাড়া ও আদর্শ পাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল শুরু হয়।
মাস্টার হোসাইন উদ্দিনের সঞ্চালনায় ফজল করিম সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। উদ্বোধন করেন মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসাইন।
প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন-মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয়,তাফসীরুল কুরআন এন্ড কুরআনিক সাইন্স,মাওলানা মুফতি গোলাম কবির আযহারী,ঢাকা।
মাহফিলে বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন-মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন,মাওলানা মোহাম্মদ নুরুল আমিন, মাওলানা ইব্রাহীম খলিল ও মাওলানা আব্দুল্লাহ আল মামুন নূরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল গফুর, মো: হোসেন, সৈয়দ আহম্মদ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: হাফেজ সওদাগর ও ওসমান গণি প্রমুখ।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন,মো:আব্দুল হালিম, মো: নজরুল ইসলাম, মো: ফজলুল করিম, মুহাম্মদ জসিম উদ্দিন ও মুহাম্মদ সাইফুল ইসলাম ও আদর্শ পাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যরা প্রমুখ।