ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে ফের ডা’কা’তি

আলোচিত ঈদগাও-ঈদগড়-বাইশারী সড়কে ফের দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯ টায় ঈদগাও – ঈদগড় – বাইশারী সড়কে’র হিমছড়ি ঢালা নামক স্থানে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় সংবাদকর্মী জাফর আলম জুয়েলে’র নগদ টাকা, মোবাইল ও অন্যান্য জিনিসপত্র সহ ড্রাইভ করে আসা নিজস্ব ইয়ামাহা ভার্সন-টু মোটর সাইকেলটিও ডাকাতেরা নিয়ে যায়।

উক্ত বিষয়ে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সংবাদকর্মী জাফর আলম জুয়েলে’র কাছে জানতে চাইলে তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মেয়ের বিয়ে সংশ্লিষ্ট কাজকর্ম শেষ করে ঈদগাও থেকে বাড়িতে ফিরতে রাত সাড়ে ৯ টা বেজে যায়। পরে, ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিস ফেলে এসে ঈদগাঁও থানাধীন হিমছড়ি ঢালায় পৌঁছলে উৎপেতে থাকা একদল ডাকাত সড়কে কাটা গাছ ফেলে ব্যারিকেট দেয় এবং সাথে অন্য একটি গাছ দিয়ে স্ব-জোরে হাতে আঘাত করে মোটরসাইকেল’র গতিরোধ করে। পরে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে নগদ টাকা, একটি মোবাইল ফোন  ও একটি বাটন মোবাইল, নিজস্ব ইয়ামাহা ভার্সন-টু মোটরসাইকেল সহ সর্বস্ব লুট করে নিয়ে যায় ডাকাত দল।

আরও জানা যায়, সড়ক দিয়ে আরেকটি সুজুকি মোটরসাইকেল আসতে দেখলে ডকাত দল ব্যারিকেট দিয়ে চালক সোহেল’কে বেধড়ক মারধর করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে তাঁর সুজুকি মোটরসাইকেলটিও নিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে ঈদগড়ের জনসাধারণ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও গাড়ি দুটির সন্ধান মেলেনি। এদিকে, সুজুকি মোটর সাইকেলটি’র মালিক আরফাতুর রহমান’র বলে তথ্য সুত্রে জানা যায়।

ঈদগাও-ঈদগড়-বাইশারী সড়কে ডাকাতির বিষয়ে চলাচলকারি ও স্থানীয় জনসাধারণ বলেন, গত ডিসেম্বর মাসেও অনেকবার দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে এই সড়কে। এমনকি সর্বস্ব লুট করে নিয়ে যাওয়ার পরেও ক্ষান্ত হয় না ডাকাত দল, বেধড়ক মারধর করে করে এবং অপহরণ করে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করে। সব সময় ভয়-আতঙ্কে চলাফেরা করতে হয়।

এদিকে, দেশ স্বাধীনের এত বছর পরেও ঈদগাও-ঈদগড়-বাইশারী সড়কে ডাকাতি, অপহরণ বানিজ্য বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চলাচলকারী হাজারো ভুক্তভোগী ও জনসাধারণ। একইসাথে এই ডাকাতি-অপহরণের মত নির্মম বর্বরতা থেকে মুক্তি পেতে সরকার ও প্রশাসনের জরুরি আশু হস্তক্ষেপ কামনা করেন চলাচলকারী জনসাধারণ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email