চকরিয়ায় পুলিশের অভিযানে মা’মলার পরোয়ানাভুক্ত তিন আ’সা’মী আটক

 

কক্সবাজার জেলা চকরিয়া থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলা ও আদালত কর্তৃক মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে থানা পুলিশের দুটি টিম উপজেলার কাকারা ইউনিয়ন ও ফাঁসিয়াখালী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। সোমবার বিকালে চকরিয়া থানার মিডিয়া শাখা বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামি হলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ছাইরাখালী ভরাচর এলাকার হাবিব উল্লাহ প্রকাশ লেদু ডাকাতের ছেলে আশেক উল্লাহ (৩০), কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাকারা এলাকার মৃত মোহাম্মদ পেঠানের ছেলে নুরুল আলম (৪০) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ (২৪)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনজুর কাদের ভূইয়া বলেন, গ্রেফতারকৃত আসামি আশেক উল্লাহর বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং-২৪, তাং-১০/০১/২৫ ইং তদন্তাধীন আছে। অপর দুই আসামি নুরুল আলম ও নুর মোহাম্মদ আদালত কর্তৃক মামলার পরোয়ানাভুক্ত আসামি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email