চট্টগ্রামের কর্ণফুলীতে আয়ুব বিবি সিটি কঃ কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে আসন্ন প্রাক-নির্বাচনী পরীক্ষা উপলক্ষ্যে শিক্ষক-ছাত্রছাত্রীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৩)জানুয়ারি দুপুর বারোটা ঘটিকায় উপজেলার খোয়াজনগরে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত এ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজুর রহমানের সভাপতিত্বে
অন্যনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,বাংলা বিভাগের প্রভাষক খোশনেয়ারা বেগম,ইংরেজি বিভাগের প্রভাষক ফিরোজ আলম,হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নির্মলপাল,প্রভাষক নুরুল আবছার,প্রভাষক শ্যামা প্রসাদ,প্রভাষক দিদারুল আলম এবং প্রাক-নির্বাচনী পরীক্ষার আহ্বায়ক ও ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জমির উদ্দিন প্রমুক সহ সকল পরীক্ষার্থী বৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজের শিক্ষকবৃন্দরা আসন্ন প্রাক-নির্বাচনী পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা ও বক্তব্য রাখেন।