বগুড়া রেল স্টেশনের দক্ষিণ পাশে মাইশা হোটেল সামনে থেকে অনুমান ৪৫ বছর বয়সি এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি ) সন্ধ্যা ৭ টার দিকে স্টেডিয়াম ফাঁড়ির পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্টেডিয়াম ফাঁড়ির এস আই দুলাল বিষয়টি নিশ্চিত করে বলেন সেখানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি বগুড়া সদর থানায় ফোন দেয়ে জানান। এরপর স্টেডিয়াম ফাঁড়ির পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তার পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে এস, আই দুলাল আরো জানান, ওই ব্যক্তি অসুস্থ ছিলেন। রেল স্টেশনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে তার অসুস্থতার জন্য মৃত্যু হয়েছে। তারপরও তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে তার লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।