মেলা থেকে আর বাড়ি ফেরা হলোনা সাহ্লাপ্রু মারমা

 

খাগড়াছড়ি জেলা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত সাহ্লাপ্রু মারমা (২৫) মানিকছড়ি উপজেলার গৌরি মৈত্রী কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। একই দুর্ঘটনায় তার সাথে থাকা চিনিঅং মারমা (১৯) নামের আরেক কলেজ ছাত্র আহত হয়েছে।

 

শনিবার রাত সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙ্গমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত চিনিঅং মারমা জানান, খাগড়াছড়িতে বিজয় মেলা দেখার পর তারা মোটরসাইকেলে করে মানিকছড়ি ফিরছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে যান সাহ্লাপ্রু মারমা। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিনিঅং মারমা ছিটকে পড়ে আহত হন।

 

স্থানীয়রা খবর পেয়ে সাহ্লাপ্রু মারমাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসিবুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের ময়না তদন্তের জন্য তার মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email