বান্দরবানের আলীকদম উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৫৮ রোহিঙ্গা আ’ট’ক

 

বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিডং সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৫৮ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকালে ট্রাকে করে আলীকদমের বাইরে যাওয়ার সময় নয়াপাড়া ইউনিয়নের ভরিমুখ এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়সূত্রে জানা যায় রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইনের বুচিডং এলাকা থেকে জনপ্রতি পাঁচ হাজার টাকা কন্ট্রাকে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

আলীকদম বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো: ইমামুল আজিম জানান, ভোর ৫টার দিকে একটি ট্রাকে করে ভরিমুখ এলাকা পার হওয়ার সময় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাচারকারী সন্দেহে আরো পাঁচজন বাংলাদেশীকে আটক করা হয়। ৫৮ জন রোহিঙ্গার মধ্যে পাঁচজনসহ ওই পাঁচ বাংলাদেশীকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান আটজকৃত রোহিঙ্গাদের সীমান্ত দিয়ে পুশব্যাক করার প্রক্রিয়া চলমান রয়েছে।
গতমাসে আলীকদম সীমান্ত থেকে ৮৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email