শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের স্লোগানে রাঙ্গুনিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১০ জানুয়ারি) রাঙ্গুনিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশন অফিস হল রুমে আবু আসিফের সভাপতিত্বে থানা সেক্রেটারি মোহাম্মদ রাশেদুল আলমের সঞ্চলানায় সকাল ৯টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক ফজলুল করীম, প্রধান বক্তা হিসাবে বক্তব্য পেশ করেন চট্টগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি জননেতা মুহাম্মদ ইউসুফ বিন আবু বক্কর,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শ্রমিক কল্যাণ এর কোষাধ্যক্ষ জনাব হারুনুর রশীদ, রাঙ্গুনিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা জনাব মোহাম্মদ হাসান মুরাদ,মাষ্টার কামাল হোসেন প্রমুখ।
দ্বি-বার্ষিক সম্মেলন দারসুল কোরআন পেশ করেন রাঙ্গুনিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উপদেষ্টা মাওলানা শওকত হোসেন।
সম্মেলনে উপজেলা রাঙ্গুনিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জনাব রাশেদুল আলমকে সভাপতি করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেনএসময় বক্তারা শ্রমিকদের সময়মতো মজুরি প্রদান, ইসলামিক শ্রমনীতি বাস্তবায়ন ও শিশুশ্রম বন্ধসহ শ্রমিকদের কল্যাণে সরকারকে যুগোপযোগী সিদ্বান্ত নেওয়ার আহ্বান জানান।
রাঙ্গুনিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জনাব রাশেদুল আলমকে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন এসময় বক্তারা শ্রমিকদের সময়মতো মজুরি প্রদান, ইসলামিক শ্রমনীতি বাস্তবায়ন ও শিশুশ্রম বন্ধসহ শ্রমিকদের কল্যাণে সরকারকে যুগোপযোগী সিদ্বান্ত নেওয়ার আহ্বান জানান।
সবশেষে সম্মেলনের প্রধান বক্তা চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মুহাম্মদ ইউসুফ বিন আবুবকর নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিবৃন্দ, কার্যকরী পরিষদ এবং সকল ইউনিয়ন সভাপতিদের শপথ পাঠ করান।