বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কর্ণফুলী উপজেলা শাখার আওতাধীন চরলক্ষা ইউনিয়নে উদ্যোগ্যে নতুন বছর উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা আয়োজন করা হয়েছে।
এতে পরিচালনা করেন .ডা:মো:আজমির হাসান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কর্ণফুলী উপজেলা।উক্ত সেবা ক্যাম্পিং এ ২৬০ জন রোগীর ব্লাড গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে সহযোগীতা করেন ডা:পন্চানন,ডা:শেলী, মুক্তা, পুতুল,জুয়েল।উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিন চট্টগ্রাম শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো:সেলিম,সাধারণ সম্পাদক মো: মুক্তার,মো:রোকন সহ-সভাপতি যুব অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিন, মো:জিয়াউল রহমান মির্জা সভাপতি শ্রমিক অধিকার পরিষদ কর্ণফুলী উপজেলা, মো:আবু তাহের তছলিম সাধারন সম্পাদক শ্রমিক অধিকার পরিষদ কর্ণফুলী উপজেলা, মো: মো:ইসমাইল অর্থ সম্পাদক শ্রমিক অধিকার পরিষদ কর্ণফুলী উপজেলা, মো:ইসমাইল প্রচার সম্পাদক শ্রমিক অধিকার পরিষদ কর্ণফুলী উপজেলা, মো:সুমন সদস্য শ্রমিক অধিকার পরিষদ কর্ণফুলী উপজেলা, মো:জানে আলম সভাপতি শ্রমিক অধিকার পরিষদ