প্রেমিকাকে না পেয়ে স্কুলছাত্রের আ*ত্মহ*ত্যা

সীতাকুণ্ডে প্রেমিকাকে বিয়ে করতে না দেওয়ায় নিজ ঘরে আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী। ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর খবর পেয়ে প্রেমিকের বন্ধুরা প্রেমিকার বাড়িতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানায়, সীতাকুণ্ড পৌরসদরের দক্ষিণ মহাদেবপুর (নলুয়াপাড়া) এলাকার এক এসএসসি পরীক্ষার্থী মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে পার্শ্ববর্তী মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়া গ্রামের মো. রফিক আলমের ছেলে এসএসসি পরীক্ষার্থী শাহাদাত ইফামের।

সম্প্রতি প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হলে প্রেমিক ইফাম তাকে বিয়ে করতে নিজ পরিবারের সম্মতি চায়। কিন্তু তার পরিবার এত অল্প বয়সের ছেলেকে এখনই বিয়ে করাতে রাজি না হয়ে বকাবকি করলে পরিবারের উপর অভিমান করে গতকাল বৃহস্পতিবার রাতে প্রেমিক ইফাম আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্কুলছাত্রের লাশটি উদ্ধার করে। পরে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে। এসময় ইফামের বন্ধুরা থানায় গিয়ে জড়ো হয়। পরে পরিবারের লোকজন ও বন্ধুরা লাশ ময়নাতদন্ত করবে না মর্মে লিখিত দিয়ে বিনা ময়নাতদন্তে বাড়িতে নিয়ে যায়।

এদিকে এ ঘটনার পর ইফামের বন্ধুরা ক্ষুব্ধ হয়ে সীতাকুণ্ড পৌরসদরের দক্ষিণ মহাদেবপুর (নলুয়াপাড়া) এলাকায় প্রেমিকার বাড়িতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

সীতাকুণ্ড থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো. মজিবুর রহমান বলেন, পরিবারের বকুনি খেয়ে ছেলেটি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমরা লাশ নিয়ে আসলে তার সহপাঠী ও অভিভাবকরা থানায় এসে ময়নাতদন্ত না করার জন্য লিখিত আবেদন করে নিয়ে যায়।

পরে বন্ধুরা প্রেমিকার বাড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে বলে শুনতে জানতে পেরেছি। কিন্তু এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email