বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ জানুয়ারী) সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে দিবাগত রাতে শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, যুবলীগ নেতা আলহাজ্ব শেখের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন। আলহাজ্ব শেখ তার নিজ বাড়িতেই আত্মগোপনে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার প্রায় তিন ঘণ্টার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদটির পাঠক সংখ্যা : 174