বান্দরবান লামায় হা’তির আ’ক্র’ম’ণ, কৃষকের মৃ’ত্যু ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব’ন্য’হা’তি নি’হ’ত

 

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী  ইউনিয়নের ও চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী সীমানা পার্শ্ববর্তী এলাকা কুমারী চাককাটা এলাকায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্যহাতি নিহত হয়েছে। গতকাল সোমবার (০৭ জানুয়ারী) রাতে কুমারীতে এ ঘটনা ঘটেছে। বিদ্যুৎ এর তারে জড়িয়ে মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে গতরাতে বন্যহাতির হামলায় পাশ্ববর্তী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকায় এক কৃষক মারা গেছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম ফরিদুল আলম (২৭)। তিনি দক্ষিণ ঘুনিয়া এলাকার মৃত আলী আহমদের ছেলে বলে জানাগেছে।

স্থানীয় লোকজন জানায়, দক্ষিণ ঘুনিয়ার পাহাড়ি এলাকায় কৃষক ফরিদুল আলমের একটি লাউ ক্ষেত  রয়েছে। তিনি রাতে সেটি পাহারা দেন। এক সপ্তাহ ধরে একটি বন্য হাতি ওই এলাকার ফসলি জমিতে হানা দিচ্ছে। খেতখামার নষ্ট করছে। লাউ ক্ষেত পাহারা দেওয়ার সময় হঠাৎ হাতির সামনে পড়েন ফরিদুল। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করেও তিনি রক্ষা পাননি। হাতিটির পায়ের আঘাতে শরীরের একাংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। দিবাগত রাত ১২টার দিকে হাতিটি বনের ভেতরে ঢুকে গেলে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা
বন্য হাতির আক্রমণে এক কৃষক মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন,
লামা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা  আতা ইলাইহি  বলেন আমরা সকালে শুনতে পেয়েছি এখন ঘটনাস্থলে  উপস্থিত আছি তদন্ত করা হচ্ছে  রিপোর্ট  আসলে বিস্তারিত বলা যাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email