নাইক্ষ্যংছড়িতে ডিআইজি পলাশ- সীমান্তে চো’রা চা’লা’ন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ বলেন,সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ কামাল আহসান হাবিব পলাশ বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন। ডিআইজি বলেন, দেশ সবার। দেশ ও দশের কল্যাণে সকলকে কাজ করতে হবে আন্তরিক ও নিঃস্বার্থভাবে। সর্বোপরি আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবি’র পক্ষ থেকে এলাকাবাসীর জন্য সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান।

তিনি আরোও বলেন, সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ, মাদক চোরাচালান বন্ধে প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের সহযোগিতা জরুরী এবং সীমান্ত এলাকার বাসিন্দাদের চতুর্দিকে সতর্ক নজর রাখতে হবে। চোরাকারবারিদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তবর্তী হওয়ায় মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতে বাসিন্দাদের মধ্যে আতঙ্কের কোন অবকাশ নেই। সতর্কতা অবলম্বন করে নির্ভয়ে চলাচল করতে পারবেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান’র পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কায়সার। প্রধান অতিথি ছিলেন মোঃ কামাল আহসান হাবিব পলাশ। বিশেষ অতিথি ছিলেন ৪৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল ফারুখ হোসেন খাঁন, ককসবাজার পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহ।

মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) সভাপতির বক্তব্যে বলেন, কথার দৃষ্টির চেয়ে মনের দৃষ্টিতে সজাগ থাকতে হবে। মাদক কোন দেশ সম্পূর্ণ নির্মূল করতে পারে নাই, তবে অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছে।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসা ইনচার্জ (ওসি) মাশরুরুল হক চৌধুরী।

উক্ত মতবিনিময় স্থানীয় বিভিন্ন পেশার ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব
জাহাঙ্গীর আলম কাজল, ঘুমধুম ইউনিয়ন বিএনপি নেতা হায়দার আলী কোম্পানি, ঘুমধুম ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা নুরুল হাসান আজাদ, জামায়াত নেতা মাওলানা সেলিম উল্লাহ, নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও ঘুমধুম ইউপি’র চেয়ারম্যান প্রার্থী শাহ নেওয়াজ চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াত ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল হক ও পেশাজীবি নেতা শাহাদাত উল্লাহ প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি আরিফ উল্লাহ ছুট্রু, বিএনপি নেতা নুরুল আলম শিকদার, ইউনুস, আবদুল করিম মেম্বার, খাইরুল ইসলাম, জাহেদুল আলম শিকদার, গোলাম কাদের শিকদার, জয়নাল আবেদীন, যুবদল নেতা ইউনুস, জাহেদ আলম, মিজানুল বশর মিজান, মুজিব, সিরাজ, শাহ জালাল, খাইরুল আমিন, জামায়াত নেতা মাওলানা এনামুল হক, ইসলামী আন্দোলন নেতা মাওলানা নুরুল ইসলাম প্রমুখ পুলিশ বিভাগের মধ্য থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জাফর ইকবাল, এসআই এসএম কিবরিয়া, এসআই আবুল কাসেম সহ সঙ্গীয় ফোর্সরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email