ঈদগাঁওতে ফুটপাত দ’খ’ল’মু’ক্ত করতে উ’চ্ছে’দ অ’ভি’যা’ন: আ’ট’ক ১

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার অন্যতম বানিজ্য  কেন্দ্র ঈদগাঁও বাজার এবং স্টেশনের অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে ।

মঙ্গলবার ( ৭ জানুয়ারী) দুপুর  ১ টায় বাস স্টেশন এবং বাজারের ডিসি সড়ক ও বিভিন্ন অলিগলিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।এসময় অভিযানে বাঁধা দেয়ার অভিযোগে একজন কে গ্রেফতারও করা হয়।

জানা যায়,ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা’র নেতৃত্বে অভিযানে বাস স্টেশন এবং ঈদগাঁও বাজারের ডিসি সড়ক, শাপলা চত্তর, হাইস্কুল গেইট, তরকারী বাজার, বাশঘাঁটা সড়ক, চাউল বাজারসহ বাজারের বিভিন্ন অলিগলিতে সড়কের দু’পাশে  বসানো ঝুপড়ি , ভাসমান দোকানসহ অবৈধ  স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় বৈষম্য বিরোধী ঈদগাঁও উপজেলা ছাত্র প্রতিনিধ রহিম চৌধুরী, নাহিদুল ইসলাম শাহিন, হাবিব আজাদ,  মোস্তফা, মানিক, আরিফ, মাহতির, ইব্রাহিম, মো: বাবু, শহিদ, মিছবাহ, আনিছুর রহমান, তালেবুর রহমান, ইসমাইল, সিহাব, আদেল উপস্থিত ছিলেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email