চট্টগ্রাম আদালত থেকে গায়েব হয়ে গেছে ১ হাজার ৯১১টি নথি। জানা যায়, মহানগর পিপির কার্যালয়ের কক্ষে স্থান সংকুলান না হওয়ায় সামনে আদালতের বারান্দায় রাখা হয়েছিল এসব নথি। এসব নথির মধ্যে হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণ, হত্যাচেষ্টাসহ বিভিন্ন মামলার নথি আছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
এ ঘটনায় রবিবার নগরের কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভুঁইয়া। তিনি বলেন, কিছুদিন আগে আমি দায়িত্ব নিয়েছি। এর আগে থেকেই সেগুলো বারান্দায় ছিল। নথিগুলো ছুটির পর এসে আর পাচ্ছি না।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর দায়রা জজ আদালত। এর পাশেই মহানগর পিপির কার্যালয়। কার্যালয়ে মহানগর দায়রা জজের অধীন ৩০টি আদালতের নথি থাকে।
সেখানে যথেষ্ঠ জায়গা সংকুলান না হওয়ায় পিপি কার্যালয়ের সামনের বারান্দায় হারিয়ে যাওয়া এসব নথি রাখা ছিল গত বছরের এপ্রিল থেকে।