চট্টগ্রামের কর্ণফুলীতে মহান বিজয় দিবস উপলক্ষে শিকলবাহা স্পোর্টস একাডেমী কর্তৃক আয়োজিত অ-১৪ ক্ষুদে ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৫জানুয়ারী)বিকেলে উপজেলার এজে চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে এ ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান শিকলবাহা স্পোর্টস একাডেমির উপদেষ্টা এইচ এম হারুন উর রশিদ এর সভাপতিত্বে এবং শিকলবাহার স্পোর্টস একাডেমী ফুটবল কমিটির সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মাসুমা জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়া দাবা ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম, কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন,চরপাথর ঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম মঈন উদ্দিন,চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, এম এস.কে.জে.আলী ফিস ট্রেডার্সের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মির্জা আজাদ,কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্তি দাশ,
শিকলবাহা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠতা সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদ,শিকলবাহা স্পোর্টস একাডেমী ফুটবল কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন, শফিকুল ইসলাম মানিক মোঃ নুরউদ্দীন,সেলিম, সদস্য সাজ্জাদ, সুমন,রেজাউল,জিসান,ইমন প্রমুখ
খেলা পরিচালনা করেন মোঃআরফাত।খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়,এতে কর্ণফুলী একাদশ ৩-১ গোলে মেঘনা একাদশকে পরাজিত করে।




