আল্লামা আমিনুল ইসলাম হাশেমি রহঃ এর প্রতিষ্ঠিত আঞ্জুমানে আশেকানে মোস্তফা সঃ এর অঙ্গ সংগঠন, আশেকানে মোস্তফা(সাঃ) তরুণ পরিষদ বকসু নগর শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছর ও ১০ম বারের মত ইংরেজি নতুন বর্ষের আগমন উপলক্ষে
প্রায় ২০০ জন এতিম ও ৭০ মিসকিনের মাঝে একবেলার খাবারের ব্যবস্থা করা হয়েছে।
ভাল কিছু করার উদ্যেগের মাধ্যমে বছর শেষ এবং শুরু করার চেষ্টায় নিয়োজিত থাকার লক্ষ্যে অটুট থাকবে বকসুনগর তরুন পরিষদ।সবার সহযোগিতা কামনা করে পাশে থাকার আহবান ও ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার আহবান করে এ তরুন সংগঠন।
সংবাদটির পাঠক সংখ্যা : 194