রাঙামাটির লংগদুতে যৌথ বাহিনীর অভিযানে একজন নি’হ’ত

রাঙামাটির লংগদু উপজেলার ছোট কাট্টলীস্থ চিকিংছড়া এলাকায় বৃহস্পতিবার (০২ জানুয়ারী) ভোরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে বন্দুক যুদ্ধে পাহাড়ী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত)’র এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ( ২ জানুয়ারী) ভোর আনুমানিক ৫ টার সময় যৌথ বাহিনীর একটি বিশেষ দল লংগদু উপজেলার সদর ইউপি’র ১নং ওয়ার্ডাধীন ছোট কাট্টলীর কিচিংছড়া এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে যৌথ বাহিনী ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট( ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। যৌথ বাহিনী প্রায় ৩০ রাউন্ড গুলি ছুড়ে। গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটে। যৌথ বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হলে, বাকী সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় আভিযানিক টীম ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে,এ্যামো ৩০ রাউন্ড গুলি, সেনাবাহিনীর নকল পোশাক, মুঠোফোন ১২ টি, বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড ০২ টি, ব্যাগ ০৫ টি, কম্বল ১০ টি এবং বিভিন্ন প্রকারের নথি সামগ্রী উদ্ধার করা হয়।তাৎক্ষনিক ভাবে নিহত ইউপিডিএফ সদস্যের নাম জানা সম্ভব হয়নি।
বাঘাইছড়ি সার্কেল’র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত লাশ উদ্ধার করেছে।
লংগদু থানার অফিসার ইন্চার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনা বাহিনীর পোষাক পরিহিত ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email