মহেশখালীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ২রা জানুয়ারী দিবাগত রাত ৩টায় মহেশখালী থানার ওসি মোঃ কায়সার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী(পিপিএম)এএসআই শিবল দেব সহ পুলিশের একটি টিম গভীর রাতে হোয়ানক ও বড় মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি হোয়ানক ইউনিয়নের হরিছাড়া এলাকার নুরুল হকের পুত্র আমান উল্লাহ(৪০), বড় মহেশখালী ইউনিয়নের মুন্সীর ডেইল এলাকার মৃত্যু আব্দু শুক্কুরের পুত্র ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল হাশেম কে গ্রেফতার করেন। এব্যাপারে মহেশখালী থানার ওসি মোঃ কায়সার হামিদ বলেন, গতরাতে মহেশখালী থানার পুলিশ হোয়ানক ও বড় মহেশখালীতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ২ জন আসামি কে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
সংবাদটির পাঠক সংখ্যা : 140