ভবদহ অঞ্চল পরিদর্শনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের প্রতিনিধিদল

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় প্রতিনিধিদলের ভবদহ অঞ্চল পরিদর্শন ও স্থানীয় ক্ষতিগ্রস্ত এবং বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের সাথে মতবিনিময় ও করণীয় বিষয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা বারোটায় যশোর মণিরামপুর মশিয়াহাটি বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাবু রনজিৎ বাওয়ালার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা হামিদ গাজী, এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় সহ-সভাপতি খালেকুজ্জামান, মহিদুল ইসলাম খান, জাকির হোসেন, ফরিদুল ইসলাম, আব্দুল হালিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির, খন্দকার আজিজুল হক মনি প্রমুখ। মতবিনিময় সভা শেষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার)প্রতিনিধিদল ভবদহ অঞ্চল পরিদর্শন করে গণমাধ্যম কে জানান আমাদের এই সংগঠন দেশ এবং দেশের বাইরে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। আমাদের সংগঠন নিজেদের অর্থায়নে পরিচালিত হয়।আমারা সরেজমিনে পরিদর্শনে এসে সবকিছু জেনে জলাবদ্ধ এলাকার ভুক্তভোগীদের সাথে মতবিনিময় করেছি এবিষয়ে স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমারা সুপারিশ করবো এবং নতুন বছরের বাজেটে যেন ভবদহ পানি নিষ্কাশনের জন্য বরাদ্দ রাখা হয়। নেতৃবৃন্দ আরো বলেন আমাদের সুপারিশে কাজ না হলে ভবদহ অঞ্চলের পানিবন্দী মানুষদের সাথে নিয়ে এখানেও আন্দোলন করবো ঢাকাতেও আমরা আন্দোলন করবো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email