রাজবাড়ীতে রেস্তোঁরা ব্যবসায়ীকে জরিমানা

 

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের সংমিশ্রণ করায় রাজবাড়ী শহরের ‘কাচ্চি বাড়ী’ নামে একটি রেস্তোঁরাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় রেস্তোঁরা ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
এসময় তাকে কঠোরভাবে সতর্ক করা হয়। একই সাথে রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানেস ক্রেতা ও বিক্রেতাদের কাছে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, জেলা পুলিশের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email