চট্টগ্রাম শহরে বৃহত্তম বাকলিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃক পরিচালিত, রাঙ্গুনিয়া ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষে থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
রবিবার (২৭ ডিসেম্বর) রাঙ্গুনিয়া উপজেলা মরিয়ম নগর ইউনিয়নে চৌমুহনী রোড সংলগ্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষে থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প সকাল ৯ টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তার মাধ্যমে স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক’সহ ও অন্যান্য প্রায় দেড় শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়।
মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন রাঙ্গুনিয়া ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মুহাঃ আতাউল্লাহ বোখারী। সেবা প্রদান করেন ডাক্তার শাহ মোহাঃ নাজমুস সাকিব।
প্রধান শিক্ষক মুহাম্মদ আতাউল্লাহ বোখারী বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষে আমরা প্রতিমাসে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি চলমান রাখবো ইন শাহ আল্লাহ।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ নেছার উল্লাহ, উম্মে সালমা, নুসরাত জাহান, ইছানুর হামিদা, মিসেস ইভা প্রমুখ।