টেকনাফে সীমান্ত পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জান্তা ও আরাকান আর্মি উভয়ের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ

 

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সীমানা ঘেঁষা মিয়ানমারের আরাকান রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রণ নেয়ায় দেশটির বিপ্লবী গোষ্ঠি আরাকান আর্মির পাশাপাশি সরকার যেহেতু এখনো জান্তা, তাই দু পক্ষের সাথেই যোগাযোগ রাখছে বাংলাদেশ।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরো বলেন, নতুন করে যারা অনুপ্রবেশ করেছে তাদের রেজিষ্ট্রেশন নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। কারণ তাদের বাংলাদেশ আশ্রয় দেয়ার বিষয়ে নীতিগত কোন সিদ্ধান্ত হয়নি।

তিনি আরো বলেন, বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে। স্থানীয়দের ভয় না পেতে অনুরোধ করা হয়েছে। তবে কিছু দালাল রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করছে বলে দাবী করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মাদকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই এলাকা মাদকের জন্য বিখ্যাত। বদিও (সাবেক এমপি) মাদকের জন্য বিখ্যাত পুরো বাংলাদেশে নাম আছে। এটা এখনকার সমস্যা না, এটা দীর্ঘদিনের সমস্যা। এটা পুরো দেশের জন্য সমস্যা। মাদক নির্মূলে সকলের সহযোগিতা দরকার। সকল অপকর্মের মূলই মাদক। এটা একা আইনশৃঙ্খলা বাহিনী নির্মূল করতে পারবে না। এতে সকলের সহযোগিতা এবং সম্পৃক্ততা লাগবে।

তিনি দুপুরের দিকে হেলিকপ্টর যোগে ঢাকা থেকে টেকনাফ পৌঁছান। পরে ২ বিজিবির ব্যাটালিয়নে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এরপর টেকনাফের কয়েকটি সীমান্ত পয়েন্ট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তার সাথে ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান ছিদ্দিকী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email