কর্ণফুলীতে ৩য় তম মেধাবীদের সন্ধানে মুবিক কুইজ প্রতিযোগিতা সম্পন্ন।

চট্টগ্রামের কর্ণফুলীতে দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব তাঁদের ৩৪ বছর পূর্তি উপলক্ষে মেধাবীদের সন্ধানে মুবিক কুইজ প্রতিযোগিতার ৩য় তম আসর অনুষ্ঠিত হয়েছে ।

৩০ডিসেম্বর(সোমবার)সকালে উপজেলার  আজিম-হাকিম স্কুল এন্ড কলেজে মেধাবী ছাত্র-ছাত্রীদের খুঁজে বের করতে ব্যতিক্রমী এই আয়োজনে নির্দিষ্ট সিলেবাসের উপর ৩০টি নৈর্ব্যক্তিক প্রশ্নে লিখিত পরীক্ষা নেওয়া হয়,এতে পরীক্ষায় উপজেলার বিভিন্ন  স্কুল ও মাদ্রাসার মোট ৩১০ জন ছাত্র-ছাত্রী কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন

এ সময় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সবুর আলী ও সহকারী কর্মকতা নুরুল ইসলাম সংগঠক শাহাজাহান ফারুকী,সংগঠনের প্রতিষ্ঠাতা,উপদেষ্টা,কার্যকরী কমিটির নেতৃবৃন্দ মুহাম্মদ সেলিম খাঁন,জাহাঙ্গীর আলম,
হাজী ইয়াছিন,মোহাম্মদ আলী জিন্নাহ্,সোনা মিয়া মোরশেদ,আব্বাস উদ্দিন খাঁন,আব্দুল লতিফ
আব্দুল করিম,আজাদ উদ্দিন শাহীন
মহিউদ্দিন বাদশা,সাইফুল ইসলাম
দেলোয়ার হোসেন,মুক্ত বিহঙ্গ ক্লাবের সভাপতি -দোস্ত মুহাম্মদ, সহ-সভাপতি মুহাম্মদ সুমন-,সা.সম্পাদক -রাসেল রাইন,পরীক্ষা নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব পালন করেন।পরীক্ষা নিয়ন্ত্রক-আরাফাত হোসেন,আহবায়ক -আরিয়ান দিদার,যুগ্ম আহ্বায়ক -রাশেদ আহমেদ শোভন, যুগ্ম আহ্বায়ক -সাইদুল ইসলাম সিফাত,সদস্য সচিব-সাইদুল সজিব,সদস্য -পারভেজ আহমেদ, সদস্য -মনিরুল হক নাঈম,সদস্য -কায়সার প্রমুক

উল্লেখ্য,আগামী ১০জানুয়ারী উক্ত কুইজ প্রতিযোগিতার ফলাফল এবং পরবর্তীতে পুরষ্কার বিতরণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email