রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় আজাদি ময়দানের হলরুমে শিক্ষক কর্মচারী ঐক্যজোট, রাজবাড়ী শাখার আয়োজনে শহিদনগর মাদ্রাসার শিক্ষক আবু হান্নান হিরনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তৃব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব ও সমন্বয়ক মোঃ জাকির হোসেন।
উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন আহবায়ক, মত বিনিময় সভা বাস্তবায়ন কমিটি ও স্কলার্স স্কুলের প্রধান শিক্ষক জাফর আলী মিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাফর আলী মিয়া, রেজাউল করিম পিন্টু,
যুগ্ন আহবায়ক বিএনপি রাজবাড়ী, এএইচএম সায়েদুজ্জামান, সম্পাদক, শিক্ষাবার্তা, মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, সভাপতি সেচ্ছাসেবক দল, রাজবাড়ী প্রমুখ।
সংবাদটির পাঠক সংখ্যা : 136