চট্টগ্রাম নগরীর দক্ষিণ পতেঙ্গায় জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুল ফুলছড়ি পাড়া শাখার আয়োজনে একটানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৮২ শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে এ উদ্যোগ—বলছেন আয়োজকরা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পতেঙ্গার ফুলছড়ি পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এক অনুষ্ঠান শেষে এসব পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ফুলছড়িপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ।
গত ৩ই নভেম্বর ২০২৪ই থেকে টানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়। এমন ঘোষণার পর অনেক কিশোর-তরুণ মসজিদে নামাজ পড়তে শুরু করে। প্রতিযোগীতা শেষ হয় গত ১৩ই ডিসেম্বর, প্রতিযোগী ৮২ জন শিশু-কিশোরের মধ্যে ৭ জনকে প্রথম পুরস্কার হিসেবে বাইসাইকেল এবং বাকিদের অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।
ফুটন্ত ফুল ফুলছড়িপাড়া ইউনিটের পরিচালক মুহাম্মদ শাহিন আলম বলেন, ‘টানা ৪০ দিন ফজরের জামাতে নামাজ আদায়ের জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। এর লক্ষ্য ছিল মাদক, সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে নামাজের প্রতি অনুপ্রাণিত করা। আমরা আশা করছি ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত রাখবো’।
তিনি আরও বলেন, ‘প্রতিযোগিতা চলাকালীন সময়ে তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। বরং সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসয়ালাও শেখানো হয়, সেই সঙ্গে তালিম-তরবিয়ত এবং নামাজের প্রতি মানুষকে আহবানের পাশাপাশি দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া হয়।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মুহাম্মদ নিজামুদ্দিন নোমানি, প্রধান বক্তা ছিলেন ফুলছড়িপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মওলানা মুহাম্মদ খালেদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মাদারবাড়ি বায়তুচ্ছালাত জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মওলানা মুহাম্মদ আবু তাহের আলকাদেরি।
এছাড়াও উপস্থিত ছিলেন, মুহাম্মদ হানিফ মোল্লা, মুহাম্মদ তানভীর আজহারী, আকরাম উদ্দিন রাজিব, শাহীনূর রেজা, ইসমাইল হোসেন রানা সহ আরো অনেকে।