মহান বিজয় দিবস উপলক্ষে শিকলবাহা স্পোর্টস একাডেমী কর্তৃক আয়োজিত অ-১৪ ক্ষুদে ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ ও স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন শিকলবাহা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ নুরুউদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুর মুহাম্মদ মধু এবং উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া অনুরাগী মোঃ দস্তগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলা পত্রিকার সিনিয়র রিপোর্টার সরওয়ার রানা, সাংবাদিক ও সামাজিক সংগঠক মনসুর আলম মুরাদ এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোলেমান।
টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার গড়ে তোলা এবং শিশুদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করা। সেই লক্ষ্যে শিকলবাহা স্পোর্টস একাডেমী খেলোয়ারদের নিয়ে নিয়মিত ক্রিডার আয়োজন করে যাচ্ছে।
প্রথম খেলায় কর্ণফুলী প্রজন্ম বয়েজ ২-১ গোলে মেঘনা একাদশকে পরাজিত করে। একাডেমির সিনিয়র খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহিত করে তাদের দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য পরামর্শ দেন। এই উদ্যোগটি শুধু যুব খেলোয়াড়দের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ প্রদান করে, বরং দেশের ক্রীড়া খাতে নতুন প্রতিভার সন্ধানও করে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়া সাফল্যকে আরো সুসংহত করতে সাহায্য করবে।