রায়পুরায় জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন

 

একযুগ পর নান্দনিক আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা শাখার নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে রায়পুরার হাসনাবাদ বাজারে আনুষ্ঠানিক ভাবে অফিস উদ্বোধন করেন জামায়াত নেতৃবৃন্দ।

রায়পুরা থানা পশ্চিম শাখার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অধ্যাপক মোঃ আদিল ভূইয়ার সভাপতিত্বে ও থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি উপাধ্যাক্ষ মাওলানা মো : আমজাদ হোসাইন।শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসনাবাদ বাজার পরিচালনা পরিষদের সভাপতি হাজী মোঃ নজরুল ইসলাম ও হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা সদর সাংগঠনিক থানা জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের কার্যনির্বাহী সদস্য ও আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা ছাত্রশিবিরের সভাপতি মোঃ ফাহাদ রহমান, বাংলাদেশ চাষি কল্যাণ পরিষদ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, মির্জানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ ফয়সাল আহমেদ সহ আরো অনেকে।অনুষ্ঠানে থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email