বড়দিন উপলক্ষে খ্রি’স্টান ধর্মাবলম্বীদের মাঝে সে’না জো’নের কেক উপহার

বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে বিভিন্ন খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানে কেক উপহার দেয়া হয়েছে।

২৫ ডিসেম্বর (বুধবার) সকালে বান্দরবান সেনা জোনের কর্মকর্তারা বিভিন্ন গীর্জা ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিষ্ঠানে কেক উপহার দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব বড়দিনের আনন্দকে ভাগাভাগি করে নেন।

হেডম্যান পাড়া ক্যাথলিক গীর্জার পালক জানান “বান্দরবান সেনা জোনের এই উদ্যোগ আমাদের জন্য আনন্দদায়ক। কোন ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে না খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। নিজের সামর্থ অনুযায়ী সবাই ভালো খাবার, সাজসজ্জা, উপহার বিতরণ, আত্মীয়দের সাথে বড়দিনের উৎসব পালন করছে।

বান্দরবান সেনা জোনের কর্মকর্তারা বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা সব সময় দেশের প্রতিটি সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির বন্ধন বজায় রাখতে চাই। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সকল সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর সুখে দু:খে পাশে ছিল, আছে এবং থাকবে।

কেক বিতরণের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করায় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।
বান্দরবান সেনা জোনের এই উদ্যোগ শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন স্থানীয়রা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email