নগরীর পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অ*স্ত্র উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার পুলিশের এক অভিযানে ৫ই আগষ্ট থানা থেকে লুট হওয়া পরিত্যক্ত দুটি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (২৫ জানুয়ারি) পাহাড়তলীর ধুমপুল ব্রীজ সংলগ্ন খালপাড় থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর চট্টগ্রাম নগরে উল্লাস করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় বিভিন্ন পুলিশি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়াও দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগের মধ্যে নগরের কোতোয়ালী, পাহাড়তলী, পতেঙ্গা, ইপিজেডসহ বেশ কয়েকটি থানায় অগ্নিসংযোগ ও ব্যাপক অস্ত্র-গোলাবারুদ লুটপাট হয়।পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছিলাম থানায় থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ভয় লাগলে কোথাও ফেলে রেখে আমাদের খবর দিলে আমরা উদ্ধার করবো। সেই অনুযায়ী আমরা গোপন সংবাদের ভিত্তিতে একটি খালের পাড় থেকে দুটি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email