দুর্গম পাহাড়ে খ্রীস্টান ধর্মালম্বীদের সাথে সেনাবাহিনীর বড়দিন উদযাপন।

খ্রীস্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব বড়দিন,পার্বত্য বান্দরবানে সমতলের মতই দুর্গম এলাকায় বসবাসকারী খ্রীস্টান ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন বড় দিনের আনন্দে।দূর্গম পাহাড়ে খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড় দিনের আনন্দ উদযাপন করেছেন সেনাবাহিনী।

বড়দিন উপলক্ষে বুধবার সেনাবাহিনীর ৯৭ পদাতিক বিগ্রেড এর তত্ত্বাবধানে রুমা জোনের ১ বীর (দি গ্যালান্ট ওয়ান) এর আওতাধীন সুংসুং পাড়া আর্মি ক্যাম্প ও বগালেক পাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পাড়ার খ্রীস্টান ধর্মালম্বী ও চার্চে কেক বিতরন ও বাচ্চাদের উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে বড় দিন পালন করা হয়।

এসময় সেনাবাহিনীর সাথে বড় দিন উদযাপনের আনন্দ ভাগাভাগি করতে পারায় উচ্ছাস দেখা যায় সাধারণ পাড়া বাসীর মধ্যে।

দূর্গম পাহাড়ে নিরাপত্তা প্রদানের পাশাপাশি সম্প্রীতি ও উন্নয়ন মূলক কর্মকান্ডের অংশ হিসেবে বড় দিন উপলক্ষে সেনাবাহিনী দূর্গম এলাকায় ফ্রী মেডিকেল ক্যাম্প,ঔষধ প্রদান, শীতবস্ত্র বিতরন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা সহ নানা কর্মসূচীর আয়োজন করে।

রুমা ও থানচি উপজেলার সুংসুং পাড়া, থাইকং পাড়া, নতুন রোমানা পাড়া, পুরাতন রোমানা পাড়া, লোন থাঊচি পাড়া, উদ্যোমী জাদিপাই পাড়া, জাদিপাই পাড়া, দার্জিলিং পাড়া, ধোপানীছড়া পাড়া, খুমী পাড়া, বগালেক পাড়া, সৈকত পাড়া, নতুন কেষ্ট পাড়া, পুরাতন কেষ্ট পাড়া, জনেরাম পাড়া, রুংতন পাড়া, প্রং ফুং পাড়া, হারমন পাড়া, কমলা বাজার পাড়া, ফাইনং পাড়া, খুলিয়ান পাড়া, লিয়ানতং খুমী পাড়া, কেউতাই পাড়া, অংশাই খুমী পাড়া, আনন্দ পাড়া সহ সর্বমোট ২৫ টি দুর্গম এলাকায় বড় দিন উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী এসব আনুষ্ঠানিকতা পালন করে সেনাবাহিনী।

পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকায় বসবাসকারী সকল জনগোষ্ঠীর নিরাপত্তা প্রদানের পাশাপাশি সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধ পরিকর এবং জনগণের জন্য জনকল্যাণ মূলক এসব কর্মকান্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email