টেকনাফে দেড় লক্ষ পিস ই’য়া’বাসহ দুই কারবারি আ’ট’ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে। এই ঘটনায় আরও ২ জন মাদক কারবারীকে পলাতক আসামী করা হয়েছে।

র‌্যাব সুত্রে জানা যায়,গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহপরীর দ্বীপ মাঝের পাড়ায় মাদক বিরোধী অভিযানে যায়। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় আবুল হোছনের ছেলে মোঃ মোস্তাক আহমদ (২১) এবং মৃত মোছা আকবরের ছেলে আবুল হোসন (৫৫) কে গ্রেফতার করতে সক্ষম হলেও তাদের দুইজন সহযোগী কৌশলে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক মাদক কারবারীদের হেফাজত থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এব্যাপারে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অফিসার মোঃ কামরুজ্জামান (পিপিএম,সেবা) জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিরের পর
আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email