কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষার ১৪তম আসর সম্পন্ন

 

চট্টগ্রামের কর্ণফুলীতে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হলো কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা-২৪ইং এর ১৪তম আসর।

বুধবার (২৫ ডিসেম্বর)উপজেলার কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী বহুমুখী (কৃষি) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু হয়ে  দুপুর ১টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে কর্ণফুলী উপজেলার পাঁচ ইউনিয়নের ৪৬টি কিন্ডারগার্টেন স্কুলের ৮৬০ জন শিক্ষার্থী অংশ নেই।

উক্ত মেধা বৃত্তি পরীক্ষা সরাসরি তদারকিতে ছিলেন,কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেড কোম্পানির ডিএমডি লায়ন মোহাম্মদ হাকিম আলী।

উল্লেখ,২০১১ সাল থেকে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।এ বছর কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ১৪তম আসরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন মোহাম্মদ গোলাম মোস্তফা,সদস্য সচিব নুর মোহাম্মদ,অর্থ সম্পাদক আনওয়ারুল ইসলাম মোঃ নাসীম,সদস্য-মাসুক আহমদ,
মোঃ এমদাদুল্লাহ খাঁন (রিহাদ),মোঃ হাসান উল্লাহ
মোঃ হোসাইন।

মেধা বৃত্তি পরীক্ষায় সার্বিক সহযোগিতায় ছিলেন এসোসিয়েশনের সভাপতি আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোরশেদ নুর,আজম খান, শফিক সাদেকী,আব্দুল মাবুদ,মীর আহমদ,মনসুর আলম মুরাদ সহ কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য বৃন্দ সহ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও দায়িত্বরত শিক্ষকগণ।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে আসেন কর্ণফুলী  উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এবং প্রশাসক মাসুমা জান্নাত,প্রকৌশলী তাসলিমা আক্তার,এসোসিয়েশনের উপদেষ্টা শেখ আহমদ মেম্বার,সেকান্দর আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক,প্রধান গণ।

এসোসিয়েশনের সভাপতি আজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক দন্তগীর আলম রুকন বলেন, বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ২টি গ্রেডে যথা সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুল গ্রেডে এই বৃত্তি দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র, মেডেল ও নগদ অর্থ প্রদান করা হয়ে থাকে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ইউএনও মাসুমা জান্নাত বলেন,বৃত্তি পরীক্ষার সার্বিক পরিবেশ ও ক্ষুদে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহ ও উৎসাহ দেখে সত্যি খুব ভালো লাগছে। একই সঙ্গে আমি অংশ নেওয়া সকল ক্ষুদে শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email