কর্ণফুলীতে এম মাঈনউদ্দীন সিপিপি’র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মনোনীত।

 

দূর্যোগ ত্রাণ বিষয়ক মন্ত্রণালয় কতৃ্ক পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি)র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে মনোনীত হয়ে ২০২৪ সালের সম্মাননা পুরষ্কার পেয়েছেন কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী(সিপিপি)র ইউনিয়ন টিম লিডার ও সাবেক উপজেলা ডেপুটি টিম লিডার এম মঈন উদ্দিন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে এ সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও উপকূলীয় অঞ্চলের দুর্যোগকালীন সময় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়। এ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক প্রধান অতিথি ছিলেন।

স্থানীয় বিএনপি নেতা ও সাবেক এই ইউপি চেয়ারম্যান একজন স্বেচ্ছাসেবক হিসেবে চষে বেড়িয়েছেন গোটা উপজেলা। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সামনে থেকে কাজ করেছেন জনগণের সাথে। ডেঙ্গু মশা নিধন কর্মসূচিতেও তিনি সাফল্য দেখিয়েছেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে যখন মানুষ গৃহবন্দী তখন সেবা নিয়ে ছুটে গেছেন মানুষের দ্বারে দ্বারে।

কর্ণফুলীর সাবেক এই ইউপি চেয়ারম্যান বলেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের পুরস্কার পেয়ে গর্ববোধ করছি। এই সম্মাননা আমাকে আগামীতেও জনসেবায় উৎসাহ যোগাবে। এইজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email