এপেক্স বাংলাদেশ জেলা ৩ এর ৪৪ তম কনভেনশন স্বাধীন এপেক্স সম্পন্ন

 

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা এপেক্স বাংলাদেশ এর জেলা ৩ এর ৪৪তম কনভেনশন ২০২৪ স্বাধীন এপেক্স বুধবার ২৫ ডিসেম্বর’২৪ চট্টগ্রাম নগরীর ফয়েজ লেক সী ওয়ার্ল্ড অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এপেক্স বাংলাদেশ জেলা ৩ এর জেলা গভর্নর এপেক্সিয়ান জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ওসমান গণি মনসুর।

প্রধান অতিথির বক্তব্যে ওসমান গণি মনসুর বলেন, এপেক্সিয়ানরা সব সময় দেশের কল্যাণে কাজ করেন। জাতীয় দুর্যোগ থেকে শুরু করে প্রতিটি সংকটময় মুহূর্তে জাতীয় ভাবে সেবা দানের মাধ্যমে এপেক্সিয়ানরা ইতিমধ্যে সুনাম কুড়াতে সক্ষম হয়েছেন। আগামীতেও সুন্দর সমাজ বিনির্মানে এপেক্সিয়ানরা কাজ করবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশ এর জাতীয় সভাপতি এপেক্সিয়ান হাসান আলী পিএইচডি, তিনি বলেন কম ভাগ্যবান মানুষের কল্যাণে সমগ্র বাংলাদেশের ১৩২ ক্লাবের মাধ্যমে এপেক্স কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি এলজি এন্ড পিএনপি এপেক্সিয়ান এমডি. রিজোয়ান সাহিদী বলেন এ বছর বৃহত্তর চট্টগ্রামের অসহায় মানুষের মাঝে ফ্রি চক্ষু সেবা ও ভেকিসন প্রদান করা হবে। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পিএনপি এপেক্সিয়ান রুহুল মঈন চৌধুরী, এনওয়াইসিডি, এপেক্সিয়ান আবু হানিফ তুহিন, এনএডি , এপেক্সিয়ান সুপংঙ্কর বড়ুয়া।

কনভোকেশন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন, হোস্ট ক্লাব এপেক্স ক্লাব অব আউলিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান ইঞ্জিঃ ফয়সাল ফরিদ চৌধুরী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email