বান্দরবানে জামায়েত ইসলামী বাংলাদেশ এর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত।

জামায়েত ইসলামী বাংলাদেশ বান্দরবান পৌরসভার আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর) ঐতিহাসিক আবু সাইদ মুক্তমঞ্চে আয়োজিত কর্মী ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার আমীর জনাব এস এম আব্দুচ ছালাম আযাদ। এতে সভাপতিত্ব করেন জামায়েত ইসলামী বাংলাদেশ বান্দরবান পৌরসভার আমীর জনাব মুহাম্মদ হারুনুর রশিদ। এছাড়াও জামায়েত ইসলামী বাংলাদেশ বান্দরবানের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তরা বলেন ১৯৭১ সালে দেশ স্বাধীনতা লাভ করেছে। ২০২৪ সালে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে।জামায়েত ইসলামী বাংলাদেশ, বৈষম্যহীন, সকলের সঠিক অধিকার এবং ন্যায্যতা নিশ্চিত করণে জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয় নির্বাচনে অংশ নিবে। তারা বলেন যারা বাকশাল কায়েম করতে চেয়েছিল তারা প্রতিবারেই জনবিচ্ছিন্ন হয়েছে। জামায়েত ইসলামী বাংলাদেশ মানুষের অধিকার এবং ন্যায় বিচার নিশ্চিত করতে চায়। সকলকে পাশে থাকার আহ্বান জানান সমাবেশে উপস্থিত বক্তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email