পূবালী ব্যাংক মনিরামপুর শাখায় ইসলামী ব্যাংকিং কর্ণারের উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংক পিএলসি যশোরের মনিরামপুর শাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন করা হয়েছে। রোববার পূবালী ব্যাংক পিএলসি’র উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান শেখ মোঃ শামছুদ্দোহা এর উদ্বোধন করেন। ব্যাংকের মনিরামপুর শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি’র সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান কাজী শিহাবুল ইসলাম, ব্যাংকের বিসিক শাখার ব্যবস্থাপক মোঃ উল্লাজ হোসেন প্রমূখ। মনিরামপুর শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান বলেন, কনভেনশনাল ব্যাংকিং এর পাশাপাশি শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ইসলামিক ব্যাংকিং সার্ভিস চালু করা হয়েছে, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের কল্যাণভিত্তিক ব্যাংকিং সেবা প্রদান করা।উল্লেখ্য, ইতিহাস ব্যাংকটি পূর্ব পাকিস্তানের কয়েকজন বাঙালি উদ্যোক্তার উৎসাহে ১৯৫৯ সালে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক নামে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে এটি পূবালী ব্যাংক নামে ‘সরকারিকরণ করা হয়” এবং পুনরায় ১৯৮৩ সালে এটিকে বেসরকারিকরণ করা হয় ও নামকরণ করা হয় পূবালী ব্যাংক লিমিটেড। পূবালী ব্যাংক পিএলসি বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। দেশের অন্য যেকোনো স্বায়ত্তশাসিত ব্যাংকের তুলনায় এর শাখা বেশি। পূবালী ব্যাংক পূর্ব পাকিস্তানে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড হিসাবে ১৯৫৯ সালে বাঙ্গালী ব্যবসায়ীদের দ্বারা ব্যাংক কোম্পানি আইন ১৯১৩ এর অধীনে শুরু হয়েছিল । বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭১ সালে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের (জাতীয়করণ) অধ্যাদেশের অধীনে জাতীয়করণ করা হয় এবং পূবালী ব্যাংক নামে নতুন নামকরণ করা হয়। পরবর্তীকালে, পূবালী ব্যাংক ১৯৮৩ সালে একটি প্রাইভেট ব্যাংক হিসাবে বিচ্ছিন্ন করা হয় এবং পূবালী ব্যাংক লিমিটেড ‘নামে নতুন নামকরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email